♦ اقرَأ بِاسمِ رَبِّكَ الَّذي خَلَقَ ♦ পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন।




সংক্ষিপ্ত তথ্যাবলি



স্কুল শাখা :
সাধারণত নভেম্বর মাসে স্কুল শাখার জন্য শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক ভর্তি বিজ্ঞপ্তি দেয়া হয়। ভর্তির আবেদনপত্র নগদমূল্য প্রতিষ্ঠান থেকে প্রদান করা হয়।

প্রথম শ্রেণিঃ
ক) ভর্তির বয়সঃ ৬-৭ বছর (ভর্তির বয়স পরিবর্তন যোগ্য নয়।)
খ) যোগ্যতাঃ বয়স অনুযায়ী সুষ্ঠুভাবে কথা বলার ক্ষমতা বাঞ্ছনীয়। যেমন-
১) নিজের ও পিতা-মাতার নাম ঠিকানা (বাংলা ও ইংরেজিতে) লিখতে ও বলতে পারা।
২) ইংরেজি ও বাংলা বর্ণমালা, সংখা গণনা, চেনা ও লেখা।

কলেজ শাখা-
এস. এস. সি পরীক্ষার ফল প্রকাশের পর বোর্ড কর্তৃক ভর্তির নীতিমালা অনুযায়ী পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
তবে শূন্য আসনের ভিত্তিতে কখনো কখনো বিভিন্ন শ্রেণিতে ভর্তি করা হয়। প্রতিটি ক্ষেত্রে ভর্তি ফরম সংগ্রহের পর প্রয়োজনীয় তথ্যাদি
পূরণ করে জমা দেয়ার পর তা নিরীক্ষা পূর্বক কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে ভর্তির সুযোগ প্রদান করা হয় ।

একাদশ শ্রেণিঃ
বিজ্ঞান শাখা, ব্যবসায় শিক্ষা শাখা ও মানবিক শাখায় ভর্তির নূন্যতম যোগ্যতাঃ প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।